Site icon Jamuna Television

দোকান খালি, ব্যবসায়ীর বাড়িতে মিললো ৮০০ লিটার সয়াবিন তেল

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে মুদি দোকানের গুদাম থেকে মজুদ করা ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ মার্চ) বিকালে নগরীর হাদির মোড়ের শাহাবুদ্দিন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ জানান, ক্রেতা সেজে দোকানে গেলে জুয়েল তাদের বলেন, সয়াবিন তেল নেই। বিষয়টি সন্দেহ হলে দোকানের পাশেই তার বাড়ির দোতলার গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার অভিযোগে জুয়েলের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও আগামী দুই দিনের মধ্যে জুয়েল সব তেল বোতলে লেখা মূল্যে বিক্রি করে দেবেন বলে মুচলেকা দিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version