Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা সিরিজে যাচ্ছেন না সাকিব

দক্ষিণ আফ্রিকা সিরিজে যাচ্ছেন না সাকিব আল হাসান। এই সফরে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২ দিন সময় চেয়েছে বিসিবি।

রোববার (৬ মার্চ) রাতে দেশ ছাড়ার পূর্ব মুহূর্তে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সাকিব বলেন, এখন মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, তাতে মনে হয় না আমি আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার জন্য ফিট। এই মুহূর্তে আমি যদি একটা ব্রেক পাই তাহলে আমার জন্য খেলাটা অনেক সহজ হবে। আমার বর্তমান পরিস্থিতি নিয়ে যদি দক্ষিণ আফ্রিকা খেলতে যাই তাহলে দলের সাথে, দেশের সাথে প্রতারণা করার মতোই একটা বিষয় হবে, যেটা আমি অবশ্যই চাই না।

আফগানিস্তান সিরিজ নিয়ে সাকিব বলেন, পার্সোনাল দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই পারফরমেন্স হতাশাজনক ছিল। আমার নিজের যেমন প্রত্যাশা, মানুষ যেমন প্রত্যাশা করে, বিসিবি যেমন চাই সেরকম কিছুই করতে পারিনি।

ইউএইচ/

Exit mobile version