Site icon Jamuna Television

২০ বছর পর গ্রেফতার স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি

গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামাল মণ্ডল

পাবনা প্রতিনিধি:

২০ বছর পলাতক থাকার পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামাল মণ্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সদর থানার সিদ্ধিরগঞ্জ হীরাঝিল আজিবপুর শাহী মসজিদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।


জানা যায়, ২০০১ সালের ৮ ডিসেম্বর ঈশ্বরদীতে স্ত্রী হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। তারপর থেকে দীর্ঘ ২০ বছর পলাতক ছিলো জামাল। পলাতক থাকা অবস্থায় র‍্যাবের নিজস্ব সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় জামাল মণ্ডলকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version