Site icon Jamuna Television

রুশ বাহিনীর হামলায় অত্যাধুনিক সব অস্ত্র রেখে পালালো ইউক্রেনের সেনারা

ছবি: সংগৃহীত

রুশ বাহিনীর হামলার মুখে পশ্চিমাদের দেয়া অত্যাধুনিক সব অস্ত্র রেখে পালালো ইউক্রেনের সেনারা। খেরসন শহর দখলের পর শনিবার (৫ মার্চ) সেখানকার একটি সেনাক্যাম্প নিয়ন্ত্রণে নেয় পুতিন বাহিনী। পরে সেই ক্যাম্পের ভিডিও ফুটেজ প্রকাশ করে মস্কো।

এপি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিশাল বড় সামরিক ঘাঁটিতে রয়েছে রকেট লঞ্চারসহ সব ধরনের সমরাস্ত্র। এছাড়া ট্যাংক, সাজোয়ার মতো যুদ্ধযান রেখে পালিয়ে যায় জেলেনস্কির সেনারা।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, ক্যাম্পটিতে কমপক্ষে ৪ হাজার যোদ্ধা ছিল। এমনকি, নৌবাহিনী এবং মাইন অপসারণের বিশেষ ট্রেনিং দেয়া হতো। যদিও রাশিয়ার এই দাবিতে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার।

ইগোরে কোনাশেনকোভ, মুখপাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গোরে কোনাশেনকোভ বলেন, মানুষ হত্যা নয়, ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো আমাদের লক্ষ্য। এরই মধ্যে তাদের বহু যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছি। আমাদের বাহিনী তাদের অন্যতম সেনাঘাঁটি দখলে নিয়ে নিয়েছে। দ্রুতই অন্য ক্যাম্প গুলোও নিয়ন্ত্রণে চলে আসবে।

/এনএএস

Exit mobile version