Site icon Jamuna Television

আমাকে কুকুরের মতো মারধর করা হতো: পুনম

ছবি: সংগৃহীত

প্রাক্তন স্বামী স্যাম বম্বের নির্যাতনের শিকার হয়ে একাধিকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন পুনম পান্ডে। তাকে কুকুরের মতো মারধর করা হতো বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই লড়াইয়ের কথা জানান এই অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।

স্যামের অত্যাচারের বিবরণ দিতে গিয়ে বলেন পুনম বলেন, সেই চারটে বছর আমি ঘুমোতে পারিনি। আমি কিছু খেতে পারিনি। আমাকে মারধর করা হতো। ঘরে বন্ধ করে রাখা হতো। আমার ফোন ভেঙে গিয়েছিল। তাই কোনো ফোন ধরতে পারতাম না। তখন মনে হতো নিজেকে মেরে ফেলি।

স্যামের মারধরের কারণে পুনমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলে জানা যায়। পুনম বলেন, একাধিকবার আমি নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছি। কুকুরের মতো মারধর করা হতো আমাকে। তখন আমার মনে হতো আমি খুব দুর্বল।

২০২০ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন স্যাম-পুনম। গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। গত নভেম্বরেও পুনমকে শারীরিক নির্যাতন করে হাজতবাস করেন স্যাম।

ইউএইচ/

Exit mobile version