Site icon Jamuna Television

নিহত রাজীবের ভাইদের পড়ালেখার দায়িত্ব নেবে সরকার

রাজধানীতে দুই বাসের গতি প্রতিযোগিতায় চাপা পড়ে হাত হারিয়ে মারা যাওয়া কলেজ ছাত্র রাজীব হোসেনের দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সমাজকল্যাণমন্ত্রী বলেন, মৃত রাজিবের দুই ভাই অসহায় অবস্থায় আছে। পরিবার সম্মত থাকলে তাদের মিরপুরে শিশু পরিবারে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে রাজীবের পরিবারের জন্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা ছাড় করানো হয়েছে বলে জানান রাশেদ খান মেনন।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version