Site icon Jamuna Television

মতিঝিলে বহুতল ভবনে ফাটল

রাজধানীর মতিঝিলে মডার্ন ম্যানসন নামে ১৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। সেখানে অবস্থানরতদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভবনটি আপাতত ব্যবহার না করতে পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (৬ মার্চ) বিকেলে হঠাৎ করেই ঐ ভবনের তৃতীয় তলায় একটি পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে পলেস্তারা খসে পড়ে। একসময় পিলারের রড বেরিয়ে বেঁকে যায়।

ফায়ার সার্ভিসকে জানানো হলে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তারা। প্রাথমিক পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় তা ব্যবহারে নিরুৎসাহিত করে তারা।

মতিঝিলের ৫৩ নম্বরে অবস্থিত মডার্ন ম্যানসন ভবনটিতে ব্যাংক রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version