Site icon Jamuna Television

রুশ-ইউক্রেন তৃতীয় দফা শান্তি আলোচনা আজ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আজ তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভ সরকারের মুখপাত্র মিখাইল পোডোলাক।

সময় বা স্থানের ব্যাপারে স্পষ্ট কিছু জানানো না হলেও, ধারণা করা হচ্ছে বেলারুশ সীমান্তেই বসবেন প্রতিনিধিরা। উভয়পক্ষ নিজ অবস্থানে অনঢ় থাকায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা কঠিন হয়ে পড়ছে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা।

আগে থেকেই রাশিয়া বলে আসছে, সব দাবি মানলেই সমঝোতায় পৌঁছানো সম্ভব। অন্যদিকে সার্বভৌমত্ব ও প্রতিরোধের ব্যাপারে একচুল ছাড় দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে, দুবারের বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরাতে মানবিক করিডোর স্থাপনের ব্যাপারে একমত হলেও এখনও কার্যত তার বাস্তবায়ন দেখেনি বিশ্ব।

/এডব্লিউ

Exit mobile version