Site icon Jamuna Television

ইউক্রেনের বিমানবন্দর উড়িয়ে দিলো রাশিয়া

নো ফ্লাই জোন ঘোষণার দাবি তোলায় ইউক্রেনের ভিনিতসিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল-গোলা ছুঁড়েছে রাশিয়া।

রোববার (৬ মার্চ) প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, রুশ রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এয়ারপোর্টটির মূল ভবন। এছাড়া রানওয়ের অনেকটা অংশও পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। হামলার পর ক্ষয়ক্ষতি সরাতে কাজ করছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

এক বিবৃতিতে হামলার তথ্য স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, যেসব স্থাপনা থেকে রুশ সেনাবহরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে সেটাই ধ্বংস করা হবে।

তাদের অভিযোগ, বিমানবন্দরটি বেসামরিক মানুষের যোগাযোগের জন্য ব্যবহৃত হলেও সেটিতে সামরিক উড়োযান জড়ো করছিল ইউক্রেনের সেনাবাহিনী।

/এডব্লিউ

Exit mobile version