Site icon Jamuna Television

পুতিনবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ার অর্ধশতাধিক শহর, আটক সাড়ে ৪ হাজার

যুদ্ধ এবং পুতিন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ার ৫৬টি শহর। রোববার (৬ মার্চ) পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে ৪ হাজারের মতো মানুষকে আটক করার খবর জানায় সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলছে, শুধু রাজধানী মস্কোতেই ধরপাকড়ের শিকার হয়েছেন ১৭শর বেশি মানুষ। এছাড়া সেইন্ট পিটার্সবাগে সাড়ে ৭শ মানুষ আটক হন। অন্যান্য রুশ শহরগুলোতে গ্রেফতারের শিকার ১২শর কাছাকাছি। অবশ্য মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রকৃত সংখ্যা এর তুলনায় অনেক বেশি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন ভূখণ্ডে অভিযান শুরুর পর থেকেই বিক্ষোভে উত্তাল রাশিয়া। পুতিন বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত আটক ১৩ হাজারের বেশি মানুষ।

/এডব্লিউ

Exit mobile version