Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন অতিরিক্ত ৩ ক্রিকেটার

ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দলের সাথে এবার অতিরিক্ত ৩ ক্রিকেটারকে যুক্ত করেছে বিসিবি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

এক দিন আগেই নাঈম শেখের দলের সাথে থাকা নিয়ে কথা বলেছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। এর পরপরই মোহাম্মদ মিথুন, নাঈম ও রেজাউর রহমানকে দলের সাথে রাখার কথা জানানো হয়।

মূলত লম্বা সিরিজ ও এরপরের আসরগুলোকে পরিকল্পনায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া। মূল দলের সাথেই তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সাকিব আল হাসান বলেন, এখন মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, তাতে মনে হয় না আমি আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার জন্য ফিট। আমার বর্তমান পরিস্থিতি নিয়ে যদি দক্ষিণ আফ্রিকা খেলতে যাই তাহলে দলের সাথে দেশের সাথে প্রতারণা করার মতোই একটা বিষয় হবে যেটা আমি অবশ্যই চাই না।

/এডব্লিউ

Exit mobile version