রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জেরে রিয়াজ শেখ (১৯) নামে যুবকের কবজি কেটে ফেলেছে হুমায়ূন (২২) নামের এক যুবক। তাদের মধ্যে নারী সংক্রান্ত দ্বন্দ্ব ছিল বলে ধারণা পুলিশের।
রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়ার বাবু শেখের ছেলে। আর হুমায়ুন সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।
জানা যায়, দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজ শেখের মাথা বরবর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় হুমায়ুন। রিয়াজ বাম হাত দিয়ে সেটি ঠেকাতে গেলে তার কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনা জানে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ধারণা করছেন তাদের মধ্যে নারী সংক্রান্ত কোনো দ্বন্দ্ব থাকতে পারে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। আটকও হয়নি কেউ।
/এডব্লিউ

