Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পররাষ্ট্রমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পররাষ্ট্রমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ মার্চের আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বোধসম্পন্ন তারা ৭ মার্চের ভাষণ শুনে বুঝতে পারে, এই ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু। ৭ মার্চ বঙ্গবন্ধুর দেয়া ভাষণ জাতিসংঘের সব দাফতরিক ভাষায় ভাষান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের ৮১টি মিশনে ৭ মার্চ উদযাপন করা হচ্ছে। এই বক্তব্য কেবল বাঙালির জন্য নয়, অন্যান্য স্বাধীনতাকামী মানুষের জন্যও গুরুত্বপূর্ণ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু একমাত্র নেতা, যিনি দলকে সংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন’

Exit mobile version