Site icon Jamuna Television

গর্তে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস

প্রতিবেশীর খনন করা গভীর গর্তে পড়ে আটকে গিয়েছিল গরুটি। নড়াচড়া দূরের কথা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল গরুটির। শুধু গো গো শব্দ শোনা যাচ্ছিল। এ অবস্থায় গরুর মালিক মো. সোহাগ নিরুপায় হয়ে ফোন করেন ফায়ার সার্ভিসকে।

ফোন পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি দল। তবে নানা কসরত করেও গরুটিকে উদ্ধার করতে তারা ব্যর্থ হয়।

একপর্যায়ে গর্তের মধ্যে পানি দিয়ে গরুটি উদ্ধারে সফল ফায়ার সার্ভিস কর্মীরা। গর্ত থেকে তোলার পর দমকল বাহিনী, গরুর মালিকসহ স্থানীয় সবার মুখেই হাসি ফোটে।

উদ্ধারকারী দল জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় গরুটি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। বুধবার সকাল ৮টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

গরুর মালিক মো. সোহাগ বলেন, দমকল বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টায় আমার প্রিয় গরুটি সম্পূর্ণ সুস্থভাবে উদ্ধার হয়েছে। গরু উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

Exit mobile version