Site icon Jamuna Television

মীরের সাথে জনৈক নারীকে গুলিয়ে ফেললো মারুতি

ছবি: সংগৃহীত

নাম নিয়ে যত কাণ্ড। সরমা দাশগুপ্ত নামে এক নারীকে পাঠানো জন্মদিনের শুভেচ্ছা গেলো মীর আফসার আলির কাছে। সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেই মজার ছলে নাম বদলের কথা উল্লেখ করয়েছেন মীর নিজেই।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ মার্চ) সকালে যে ম্যাসেজের স্ক্রিনশটটি মীর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেখানে এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে সরমা দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। তাকে গাড়ির নতুন মডেল দেখারও লিঙ্ক পাঠানো হয়েছে।

মীরের পোস্ট

স্ক্রিনশটটি শেয়ার করে মীর লেখেন, নিজের নামটি বরাবরই প্রিয় তবে এই সংস্থা যখন একথা বলছে, আমার সেভাবে কোনো আপত্তি নেই। শুধু একটা হলফনামা দিতে হবে। কিন্তু এক মিনিট! দাঁড়ান! দাঁড়ান! আমার তো এই গাড়িই নেই! যাকগে সংস্থাকে অনেক ধন্যবাদ। শুধু একটা সমস্যা রয়ে গেল সরমা দাশগুপ্ত নামের নারীটি নিজের জন্মদিনের শুভেচ্ছাটি হয়তো পেলেন না।

মজার ছলেই এ কথাগুলি লিখেছেন। গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। বিশেষ দ্রষ্টব্য হিসেবে সেকথাও জানিয়ে দেন মীর।

/এনএএস

Exit mobile version