Site icon Jamuna Television

রাস্তায় পড়ে ছিল ককটেল, লাথি মেরে আহত স্কুলফেরত ভাইবোন

রাস্তায় পড়ে ছিল ককটেল, আর খেলাচ্ছলে সেটিতে লাথি মেরে মারাত্মক আহত হয়েছে স্কুলফেরত ভাইবোন। সোমবার বেলা বারোটার দিকে পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আজিজুল হক আরজুর বাড়ির সামনে ঘটে এ ঘটনা।

আহতরা হলো স্থানীয় চরকান্দি গ্রামের দিলীপ সূত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (৮)। তারা দু’জনই স্থানীয় নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে দুই ভাই বোন বাড়ির পথে রওনা হয়। পথে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা ককটেল সদৃশ বস্তুতে খেলার ছলে লাথি দিলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। আশেপাশে লোকজন ভীত হয়ে পড়ে। মারাত্মকভাবে আহত হয় অভি ও মন্দিরা। এ ঘটনায় অভির বাম পা ও মন্দিরার ডান পা ক্ষতিগ্রস্থ হয়। আহত দু’জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version