Site icon Jamuna Television

ঈশ্বর তোমাদেরকে ক্ষমা করবে না, রাশিয়াকে কঠোর ভাষায় হুঁশিয়ারি জেলেনস্কির

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের মধ্যে রাশিয়াকে কঠোর ভাষায় হুঁশিয়ারি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদেরকে হত্যার অভিযোগ এনে তিনি বলেন, ঈশ্বর তোমাদেরকে ক্ষমা করবে না, আমরাও তোমাদেরকে ভুলব না।

ডেইলি মেইলের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার আজ দ্বাদশ দিন। এই দিন সকালেও ইউক্রেনে বোমা হামলার অভিযোগ এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা কোনো কিছুই ভুলব না। ইউক্রেনের জনগণের আদালতে রাশিয়ানদেরকে বিচারের সম্মুখীন করা হবে। তাদেরকে যথার্থ শাস্তি দেয়া হবে।

রোববার (৬ মার্চ) রাতে জেলেনস্কি চার্চে মৃতদের আত্মার শান্তি কামনায় দেয়া এক বক্তব্যে বলেন, হাজার হাজার মানুষ আজ বিনা অপরাধে রাশিয়ার আক্রমণে আহত হয়েছে। ঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ। এই অপরাধের দায়ভার সব রাশিয়ার। তাদের এই অপরাধ আমরা কখনোই ভুলব না। আজ বা কাল অথবা যেকোনো দিন তাদেরকে এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে।

জেলেনস্কি বলেন, পুতিন বাহিনী বেসামরিক লোকদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সাময়িক অস্ত্র বিরতি ঘোষণা করে। তাদের সেই কথায় বিশ্বাস করে হাজার হাজার ইউক্রেনীয় নিরাপদ স্থানে যাওয়া শুরু করে। কিন্তু পুতিন বাহিনী তাদের কথা না রেখে নিরপরাধ বেসামরিকদের ওপর বোমা হামলা চালায়।

জেলেনস্কি ক্ষোভের সাথে বলেন, রাশিয়া মানবিক করিডোর না তারা রক্তাক্ত করিডোর খুলছে। তারা ইউক্রেনে একটি পাপের রক্তাক্ত ইতিহাস লিখছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস

Exit mobile version