Site icon Jamuna Television

সৌদি আরবের কথা বলে ঢাকায় এনে প্রতারণা, আটকে রাখা হয় পাসপোর্ট‌ও

ফাইল ছবি।

সৌদিতে পাঠানোর নামে প্রতারণার শিকার হয়েছেন বরগুনা জেলার পাথরঘাটার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, মোটা টাকা আদায়ের পর সবাইকে ঢাকায় নিয়ে গিয়ে নিজেই সরে পড়েছে জাফর নামে এক ব্যক্তি। পাসপোর্টও আটকে রাখার অভিযোগ ভুক্তভোগীদের। বারবার তাগাদা দিয়েও ফেরত মিলছে না টাকা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

অভিযুক্ত জাফরের প্রতারণার শিকার পাথরঘাটার বরইতলা এলাকার সেলিনা বেগম। ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে খুইয়েছেন মোটা অঙ্কের টাকা। একই অভিযোগ উপজেলার শাহিদা বেগমসহ পাথরঘাটার আরও অনেকের।

ভুক্তভোগীদের সবার অভিযোগই বরগুনা পৌরশহরের আইডিয়াল কলেজ সংলগ্ন বাসিন্দা আবু জাফরের বিরুদ্ধে। তাদের দাবি, সৌদিতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে জাফর। সেই ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন হতদরিদ্র অনেক পরিবার। তবে কারোরই পূরণ হয়নি বিদেশ যাওয়ার স্বপ্ন, টাকাও ফেরত পাচ্ছেন না কেউ।

জাফরের বিরুদ্ধে অভিযোগ আছে, বরগুনার কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতারণার এই জাল বিছিয়েছেন তিনি। এরপর হাতিয়েছেন টাকা। বাড়িতে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত জাফরকে। সাংবাদিক দেখেই চটে যান তার স্ত্রী।

এ নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

জাফরের স্ত্রীর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগে মামলা আছে। ঘটনার সুরাহা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা।

এসজেড/

Exit mobile version