Site icon Jamuna Television

হিলিতে বেশি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে ৩ দোকানকে ১১ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে নির্ধারীত মূল্যের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্য তেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্তিতিশীল অবস্থার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে এবং বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

নির্ধারিত দামের অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যেন নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি ও মজুদ করতে না পারে সেই লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

/এনএএস

Exit mobile version