Site icon Jamuna Television

ধামরাইয়ে স্ত্রীকে জবাই করে হত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত স্বামী তামিম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (৭ মার্চ) দুপুরে ধামরাইয়ের গাংগুটিয়া হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম ফাতেমা বেগম (২২)। সে সিলেটের সুনামগঞ্জ এলাকার ফাইজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে তামিম তার স্ত্রী ফাতেমাকে মারপিট শুরু করে। একপর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে তাকে জবাই করে হত্যা করে। এ সময় সে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তামিম ওই এলাকার আবদুল বারেকের ছেলে। সে নেশাগ্রস্ত বলে জানান স্থানীয়রা।

ধামরাই কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল জানান, হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version