Site icon Jamuna Television

দুই ভাগ্নিকে গলা কেটে হত্যা মামার, পরিবারের দাবি ‘মানসিক বিকারগ্রস্ত’

ময়মনসিংহে দুই ভাগ্নিকে গলাকেটে হত্যার অভিযোগে মামাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মামা মাহবুব মিয়াকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের দাবি, অভিযুক্ত মানসিকভাবে বিকারগ্রস্ত।

সোমবার (৭ মার্চ) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার বলসা গ্রামে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া জানান, নিহত ছয় বছরের শিশু সায়মা আক্তারের বাড়ি নেত্রকোনায়। আর চার বছর বয়সী তৃপ্তি নান্দাইলের বাসিন্দা। গুরুতর আহত আরও এক শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়মার মা সালমা আক্তার ও তৃপ্তির মা হালিমা আক্তার আপন দুই বোন। তাদের ভাই মাহবুব মিয়া একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি মানসিক বিকারগ্রস্থ বলে দাবি পরিবারের।

এসজেড/

Exit mobile version