Site icon Jamuna Television

কুমিল্লায় প্রশাসনের অভিযান, ৫০০ লিটার তেল জব্দ

ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

হঠাৎ কুমিল্লার বাজারগুলো থেকে ভোজ্যতেল গায়েব। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকটও। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫০০ লিটার তেল জব্দসহ ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (৭ মার্চ) বিকালে জেলার দাউদকান্দি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান।

এ সময় ৮টি দোকানে অভিযান চালিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দুপুরে নগরীর স্টেশন রোডের মেসার্স আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোর থকে ৫শ’ লিটার ভোজ্যতেল জব্দ করে সিলগালা করে দেয়া হয় প্রতিষ্ঠানটিকে এবং কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এদিকে, এমআর‌পি থে‌কে বেশি দা‌মে তেল বি‌ক্রি করায় রূপচাঁদার কু‌মিল্লার ডিলার মেসার্স শংকর সাহা‌কে ৫০ হাজার টাকা এবং স্টেশন রো‌ডের মেসার্স হুমায়ুন ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশের এক‌টি টিম উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে।

ইউএইচ/

Exit mobile version