Site icon Jamuna Television

নারী বিশ্বকাপে কিউইদের কাছে বাংলাদেশের ৯ উইকেটে পরাজয়

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে ৮ উইকেটে ১৪০ রান করে টাইগ্রেসরা। জবাবে ১ উইকেট হারিয়ে মাত্র ২০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় টাইগ্রেসরা। পিংকি-শামীমার ৫৯ রানের জুটি ভাঙে শামীমা ৩৩ রানে আউট হলে। তবে বিশ্বকাপের মঞ্চে প্রথম নারী ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা হক পিংকি। শেষ দিকে টাইগ্রেস ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকায় ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে অ্যামি নিয়েছেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড ছিল অপ্রতিরোধ্য। অধিনায়ক সোফি ডেভিন ১৪ রান করে সালমার বলে বোল্ড হলে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে বাংলাদেশ। এরপর অবশ্য আর কোনো উইকেটের পতন ঘটতে দেননি সুজি বেটস ও এমেলিয়া কের। সুজির অপরাজিত ৭৯ আর এমেলিয়ার ৪৭ রানে ৭ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় কিউইরা।

আরও পড়ুন: শাহরুখের সাথে শুটিং করতে দুবাই যাচ্ছেন সাকিব! (ভিডিও)

Exit mobile version