Site icon Jamuna Television

মেলায় এসেছে ড. আলমগীর আলমের ‘আসামি সময়’

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ডক্টর মোহাম্মদ আলমগীর আলমের বই ‘আসামি সময়’। প্রকাশক অন্যপ্রকাশ।

প্রাত্যহিক জীবনের বারোয়ারী অনুভবের ১০০টি গদ্য কবিতার সংকলন এই বইটি। ‘আসামি সময়’ বইটির মুখবন্ধ লিখেছেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। উল্লেখ্য ‘আসামি সময়’ ছাড়াও এবারের মেলায় লেখকের আরও ৪টি বই প্রকাশিত হয়েছে।

Exit mobile version