Site icon Jamuna Television

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হলো ড. আলমগীর আলমের ‘নানান দেশে, নানান পথে’

অন্যপ্রকাশ হতে ডক্টর মোহাম্মদ আলমগীর আলমের এবারের মেলায় প্রকাশিত ৫টি বইয়ের ১টি ‘নানান দেশে, নানান পথে’

একশত দেশের দুই শত পর্বের ভ্রমণগল্প সিরিজের এটি ১ম খণ্ড। বইটিতে মুখবন্ধ লিখেছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ দূত ওয়ালিউর রহমান।

Exit mobile version