Site icon Jamuna Television

বরগুনা ও পটুয়াখালী জেলা যুবলীগের কমিটি ঘোষণা

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে বরগুনা ও পটুয়াখালী জেলার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মহিনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বরগুনা জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। এতে মো. রেজাউল করিম এটমকে সভাপতি ও মো. আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, পটুয়াখালী জেলা কমিটির ২১ জনের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে অ্যাডভোকেট সহিদুল ইসলামকে সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দুই জেলা কমিটিকেই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর এই দুই জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Exit mobile version