Site icon Jamuna Television

মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল কীভাবে খেলতো সাকিব : পাপন

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলতো কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে কী বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?

সোমবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিসিবি সভাপতি।

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক বা শারীরিকভাবে ডিস্টার্বড। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেয়াটা কেমন দেখায়? ও তো দিনের বেলা আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো। কোচের সঙ্গে কথা বলতে পারতো। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারতো। হঠাৎ করে এভাবে চমক দেয়া, কেনো করছে?

সাকিব আল হাসানের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, উপভোগ না করলে খেলছে কেনো? সাকিব বলেছে আফগানিস্তান সিরিজ সে উপভোগ করেনি। আমরা যে জিতেছি, সে উপভোগই করেনি। কেনো? তার যদি অফফর্ম থাকতো, সে বলতো খেলব না। সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নাই, মোটিভেশন নাই, তাহলে আমাদের বলো। বলো, আগ্রহ নেই। তাহলে খেলো না।

সাংবাদিকদের উদ্দেশে বিসিবি সভাপতি আরও বলেন, দেখুন কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কিছু পরিকল্পনা থাকে। ও যদি কোনো ফরম্যাটে খেলতে না চায়, তাহলে কোনো অসুবিধা নাই। আমি সরাসরি বারবার এই বার্তা দিয়েছি, কেউ যদি খেলতে না চায় তাহলে যেন আগেই জানিয়ে দেয়। সিরিজের মাঝে বা আগ মুহূর্তে নয়। তাহলে পরিকল্পনা করা যায় না। আগে বলে দিলে আমাদের সুবিধা হয়।

সাংবাদিকদের উদ্দেশে নাজমুল হাসান পাপন আরও বলেন, রিয়াদ টেস্ট খেলতে চায়, তামিম তিন ফরম্যাটেই খেলবে বলেছিলো। কিন্তু কই, খেলছে না তো। এটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি নাই। আমি যদি না-ই জানি, কে কোন ফরম্যাটে খেলবে, তাহলে আমি চুক্তি কীভাবে করবো? খেলবে না কিন্তু মাসে মাসে বেতন নেবে, তাহলে কীভাবে হবে? কে কোন ফরম্যাটে খেলবে তা সবাই আমাকে জানিয়েছে, সেটার ওপরে আমরা ঠিক করবো কে কোন ফরম্যাটে। এমন অনেক প্লেয়ার আছে, যারা সব ফরম্যাটে খেলতে চায়। কিন্তু আমরা তাকে সব ফরম্যাটে রাখবো কিনা সেটা টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা ঠিক করবেন।

/এসএইচ

Exit mobile version