Site icon Jamuna Television

ছেলের বিয়েতে অতিরিক্ত মদ্যপানে বাবার মৃত্যু

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, যশোর:

ছেলেকে বিয়ে দিতে এসে অতিরিক্ত বাংলা মদ পান করে দিলু বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের লালদিঘীর উত্তর পাশে ডোমপট্টিতে।

সোমবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজবাড়ির রেলস্টেশন এলাকার সুইপার কলোনির বাসিন্দা।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার জানান, রাজবাড়ির দিলু বিশ্বাস (৫০) যশোর শহরের লালদীঘির পাড়ে সুইপার কলোনিতে (ডোমপট্টি) ছেলে হৃদয়ের বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন। অতিরিক্ত অ্যালকোহল পান করায় গুরুতর অসুস্থ হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসিজির মাধ্যমে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাহার লাশ মর্গে নেয়ার সময় স্বজনরা বাধা দেয়। এক পর্যায়ে লাশ নিয়ে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: দুই ভাগ্নিকে গলা কেটে হত্যা মামার, পরিবারের দাবি ‘মানসিক বিকারগ্রস্ত’
ইউএইচ/

Exit mobile version