Site icon Jamuna Television

শীতলক্ষ্যায় নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ফাইল ছবি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ কলেজ ছাত্রী রাহিমা আক্তারের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিকেলে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে রাহিমার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি জানান, স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উদ্ধারকৃত লাশটি নিখোঁজের স্বজনরা শনাক্ত করেছেন।

তিনি আরও বলেন, শনিবার (৫ মার্চ) বিকেলে রাহিমার বড় ভাই রায়হান তার স্ত্রীকে নিয়ে চাষাড়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে রাহিমাও ছিলেন। পথে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় রাহিমার ভাই ও ভাবি সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও তিনি তলিয়ে যান।

/এসএইচ

Exit mobile version