Site icon Jamuna Television

রাঙামাটিতে ২টি একে ৪৭ রাইফেলসহ গুলি ও অস্ত্র উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুটি একে ৪৭ রাইফেলসহ গুলি ও অস্ত্র উদ্ধার করেছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার একটি গ্রুপ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপসহ নানান ধরনের নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৪ টায় রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালায়।

এসময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও সেনাবাহিনী তল্লাসি চালিয়ে ২ টি একে ৪৭, ১টি ৭.৬২ মিঃমিঃ এসএমজি, ১ টি এ্যাসল্ট রাইফেল, ২ টি পিস্তল, ১৬ রাউন্ড এ্যামোনিশন, ২ টি এসএমজির ম্যাগাজিন, ১ টি এ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন, ২ টি পিস্তলের ম্যাগাজিন ও ১ টি সিলিং উদ্ধার করে।

অভিযানের সময় টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে রাঙামাটি সেনা রিজিয়ন জানায়, যে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতা এড়াতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version