Site icon Jamuna Television

৩য় দফা বৈঠকে সামান্য ইতিবাচক অগ্রগতি হয়েছে: কিয়েভ

৩য় দফা বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সঙ্কট নিরসনে ৩য় দফা বৈঠক শেষ হয়েছে। বৈঠকে সামান্য অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে উভয়পক্ষ বলছে আলোচনা অব্যাহত থাকবে। খবর আনাদলুর। 

সোমবার (৭ মার্চ) বেলারুশ সীমান্তে দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলায়েক জানিয়েছেন, বৈঠকে খুবই সামান্য ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বৈঠকে অংশ নেয়া ইউক্রেনের একজন প্রতিনিধি জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতির উন্নতিতে এখনও সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।

এদিকে, রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, বেলারুশের সংলাপ এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা ইউক্রেন প্রতিনিধিদের সাথে দীর্ঘ সময় ধরে মানবিক করিডোর নিয়ে আলোচনা করেছি। আশা করি তারা আগামীকাল থেকে কাজ শুরু করবেন। 

বিস্তারিত আসছে…


/এসএইচ

Exit mobile version