Site icon Jamuna Television

আখাউড়ায় ভারতীয় কাপড় জব্দ

ছবি: সংগৃহীত

আখাউড়া প্রতিনিধি:

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্ট হয়ে রাজস্ব ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ ভারতীয় টু-পিস ও ওয়ান-পিস কাপড়ের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার রাত পৌনে ৮টার দিকে কাস্টমস সংলগ্ন কালিকাপুর নামক স্থান থেকে লাগেজ পার্টির থেকে ওই ভারতীয় কাপড়গুলো জব্দ করা হয়। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি কাস্টমস জোয়ানরা।

আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একদল অসাধু লাগেজ পার্টি ভারত থেকে আগরতলা-আখাউড়া ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্ট হয়ে টু-পিস ও ওয়ান-পিস কাপড়ের একটি চালান নিয়ে আসে। এ সময় লাগেজ পার্টি কাস্টমস হাউজে প্রবেশ না করে রাজস্ব ফাঁকি দিতে কালিকাপুর গ্রামের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী যমুনা নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস জোয়ানরা সেখানে অভিযান চালায়। অসাধু লাগেজ পাচারকারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ৫টি ব্যাগে ২৫৮টি টু-পিস এবং ২৮৩টি ওয়ান-পিস উন্নতমানের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাগেজ ভর্তি ভারতীয় কাপড় কালিকাপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version