স্বর্ণ দিয়ে কতকিছুই না তৈরি হয়, তাই বলে কমোড! ভিয়েতনামের গোল্ডেন বে দানাং হোটেলে গেলে আপনি স্বর্ণের কমোড দেখতে পাবেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, এটি ভিয়েতনামের প্রথম হোটেল, যার কক্ষগুলো ‘গোল্ড প্লেটেড’। ভিয়েতনামের দানাং শহরে অবস্থিত ২৮-তলা বিশিষ্ট বিলাসবহুল হোটেলটির প্রেসিডেন্ট সুটে রয়েছে স্বর্ণের তৈরি বাথ টাব, টয়লেট, ইউরিনাল, বেসিন, তৈজসপত্র। শুধু তা-ই নয়, এই স্যুটের গ্রাহক ২৪ ক্যারেট সোনার তৈরি আইপ্যাড ব্যবহারের সুযোগও পাচ্ছেন। বিচিত্র এসব আসবাবের ছবি প্রকাশ করেছে হোটেল কর্তৃপক্ষ।
যমুনা অনলাইন: এটি

