Site icon Jamuna Television

রাতে মাছের ঘের দেখতে গিয়ে খুন হলেন মাছ চাষি

খুলনার পাইকগাছায় এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ মার্চ) গতরাতে খড়িয়া ভড়েঙ্গা চক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে নিজের মাছের ঘের দেখতে যায় সুখেন্দ্র সরদার। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা, তার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় সে চিৎকারে দিলে আশেপাশের লোকজন ছুটে যায়।

পরে সুখেন্দ্রকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version