Site icon Jamuna Television

ম্যানচেস্টার ডার্বি কেন খেলেননি রোনালদো, বিতর্কের আগুনে ঘি ঢাললেন বোন

ছবি: সংগৃহীত

চোট নয় বরং কৌশলগত কারণেই ম্যানচেস্টার ডার্বি খেলা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ইনস্টাগ্রাম পোস্টে এমনটি দাবি করেছেন সিআরসেভেনের বোন কাতিয়া আভেইরা। ম্যানচেস্টারে উত্থান-পতনে ভরা ক্রিস্টিয়ানো মৌসুমটিতে দলে না থাকা নিয়ে যেভাবে হচ্ছে নানা গুঞ্জন, তাতে আভেইরার দাবি বিতর্কের আগুনে ঘি ঢাললো।

এর আগে রোনালদোকে না খেলানোর পেছনে চোটের অযুহাত দেখিয়েছিলেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। কোমরে পেশির টানের কারণে খেলানো হয়নি রোনালদোকে। দলীয় চিকিৎসককে উদ্ধৃত করে এমন দাবি ছিল রাংনিকের। টুইট করে জানানো হয়েছিল, যে ইনজুরির কারণে এর আগের দুটি ম্যাচে মাঠে নামা হয়নি রোনালদোর, সেই চোটেই ম্যানচেস্টার ডার্বিতে খেলা হচ্ছে না তার।

তবে রালফ রাংনিকের সাথে সম্পর্কটা সেরা অবস্থায় নেই রোনালদোর, এমন গুঞ্জনের মাঝে সমর্থকদের সন্দেহের আগুনে ঘি ঢাললেন রোনালদোর বোন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্পূর্ণ সুস্থ আছেন সিআরসেভেন। তাকে ইচ্ছে করেই খেলানো হয়নি। তবে রোনালদোকে না খেলানোর সেই ডার্বি ম্যাচে ৪-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: মেসিকে বিদায় দিয়ে অনুতপ্ত নন লাপোর্তা

Exit mobile version