Site icon Jamuna Television

যুদ্ধ বন্ধের যে চারটি শর্ত দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত।

তৃতীয় দফা আলোচনাতেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের টেকসই কোনো সমাধান মেলেনি। সোমবার (৮ মার্চ) বেলারুশে স্থানীয় সময় বিকেল ৪টায় আবারও শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। সেখানে ফের উঠে আসে ৪ দফা শর্ত। এই শর্তগুলো মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে বলে জানিয়েছে রাশিয়া। খবর এনডিটিভির।

এসব শর্তের মধ্যে প্রধানতম শর্ত হলো ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নিতে হবে ইউক্রেনকে। এছাড়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে বিদ্রোহী নিয়ন্ত্রিত দনেৎস্ক ও লুহানস্ককে। ন্যাটোর মতো জোটে অন্তর্ভুক্ত হতে পারবে না ইউক্রেন। আর সেজন্য সাংবিধানিক ঘোষণাও দিতে হবে। সেই সাথে সামরিক পদক্ষেপ বন্ধ করতে ইউক্রেনকে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, কিয়েভ দাবি মেনে নিলে যুদ্ধের ইতি টানবে মস্কো। নতুন করে আর কোনো অঞ্চলকে নিজেদের অংশ বলেও দাবি করবে না। সোমবার মস্কো-কিয়েভ তৃতীয় দফা বৈঠকের আগেই নিজেদের দাবিগুলো তুলে ধরে রাশিয়া।

এসজেড/

Exit mobile version