Site icon Jamuna Television

সাদা ও লাল বলের স্থায়ী অধিনায়ক পেলো জিম্বাবুয়ে

ক্রেইগ আরভিন। ছবি: সংগৃহীত

সাদা ও লাল বলের ক্রিকেটের জন্য স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

টানা তিন সিরিজে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা ক্রেইগ আরভিনের হাতেই তুলে দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব। আর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব থাকছে শন উইলিয়ামসের হাতে। তিন ফরম্যাটেই সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন রেগিস চাকাভা। সাময়িক দায়িত্ব হিসেবে অধিনায়কত্ব করেছেন আরভিন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা সিরিজে ক্রেইগ আরভিন ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক।

এদিকে, জিম্বাবুয়ের কোচিং প্যানেলে পুনরায় যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ল্যান্স ক্লুজনার। সেই সাথে, হেড কোচ হিসেবে ভারতের লালচাঁদ রাজপুতের উপর আস্থা রাখছে জিম্বাবুয়ে।

আরও পড়ুন: ওয়ার্নের শেষকৃত্য হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে

Exit mobile version