Site icon Jamuna Television

এক বছরে মিয়ানমার সেনাবাহিনী থেকে পদত্যাগ আড়াই হাজার সেনার: আল জাজিরার রিপোর্ট

ছবি: সংগৃহীত।

গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই এই এক বছরে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছে কমপক্ষে আড়াই হাজার সেনা সদস্য। মঙ্গলবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

জান্তা শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই সেনাদের এ পদক্ষেপ বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। বেসামরিক নাগরিকদের ওপর দমন পীড়নে ক্ষুব্ধ তারা। গত বছরের ১ ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী। জান্তাবিরোধী আন্দোলনে ফুঁসে ওঠে দেশটির গণতন্ত্রকামীরা। দমনপীড়নে প্রাণ হারান কমপক্ষে ১ হাজার ৬০০ জন। গ্রেফতার হয় আরও অন্তত ১০ হাজার।

এসজেড/

Exit mobile version