Site icon Jamuna Television

বরগুনায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

ভয়াবহ আগুনে পুড়ছে দোকানগুলো।

বরগুনা শহরে আগুনে পুড়ে গেছে ১৫টিরও বেশি দোকান। সোমবার (৭ মার্চ) রাতে সদর মসজিদের দক্ষিণ পাশে একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পায় তারা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

তবে এরইমধ্যে পুড়ে যায় মার্কেটের ফার্মেসি, লেপ-তোষকসহ বিভিন্ন সামগ্রীর ১৫টিরও বেশি দোকান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

এসজড/

Exit mobile version