ছবি: সংগৃহীত
বেইজিংয়ে চলমান শীতকালীন প্যারা অলিম্পিকে জয় করা পদক দেশবাসীর সবাইকে উৎসর্গ করলেন ইউক্রেনের অ্যাথলেটরা। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে মঙ্গলবার (৮ মার্চ) দুটি প্যারা বায়াথলন ইভেন্টে জয় করা পদকগুলো প্রতিটি ইউক্রেনবাসীকে উৎসর্গ করেন দেশটির অ্যাথলেটরা। খবর সিএনএনের।
নারীদের মিডল ডিসট্যান্স স্ট্যান্ডিং ইভেন্টে স্বর্ণপদক জয় করেন ইউক্রেনের ইরিনা বুই। দেশটির অলেক্সান্দ্রা কোননোভা এবং লিদমিয়া লিয়াশেঙ্কো জেতেন যথাক্রমে সিল্ভার এবং ব্রোঞ্জ পদক। ইরিনা বুই বলেন, এই বিশেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করেছি ১২ বছর। আমার এই লক্ষ্য পূরণে সত্যিই কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আরও একটি ভাবনা রয়েছে আমার মনে। সবাই জানে ইউক্রেনে এই মুহূর্তে কী হচ্ছে। পুরো দেশকে বিশ্বের সামনে প্রতিনিধিত্ব করার এই মিশনকে তাই আমি নিয়েছি অন্যভাবে। এই পদকের মাধ্যমে আরও একটিবার ইউক্রেন জাতির নাম বিশ্বের সামনে তুলে ধরতে চাই আমি।
ইরিনা বুই আরও বলেন, প্রতিটি ইউক্রেনীয় এবং সেনাবাহিনীর সকল সৈন্য যারা আমাদের রক্ষা করে চলেছে তাদের সবাইকে আমাদের এই পদকগুলো উৎসর্গ করতে চাই। আমাদের পারফরমেন্সের মাধ্যমে সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছি। এটিই আমাদের যুদ্ধ।
আরও পড়ুন: ফের ভিডিও বার্তা জেলেনস্কির, ক্ষোভ উগরে দিলেন রাশিয়ার বিরুদ্ধে
এম ই/
Leave a reply