Site icon Jamuna Television

ইরান, উত্তর কোরিয়ার চেয়েও বেশি নিষেধাজ্ঞা এখন রাশিয়ার ওপর

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে আগ্রাসনের কারণ দেখিয়ে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। যুদ্ধের এই কয়দিনে নিষেধাজ্ঞায় তারা ছাড়িয়ে গিয়েছে পশ্চিমা বিরাগভাজন দেশ হিসেবে পরিচতি ইরান ও উত্তর কোরিয়াকে।

নিষেধাজ্ঞা পর্যবেক্ষক সংস্থা ক্যাস্টেলুম ডট এআই এ তথ্য জানায়। সংস্থাটির তথ্য অনুযায়ী ২২শে ফেব্রুয়ারির আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। হামলার পরে রাশিয়ার বিরুদ্ধে আরও ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টি।

রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দেয়া দেশ সুইজারল্যান্ড। তারা পুতিনের দেশের ওপর মোট ৫৬৮টি নিষেধাজ্ঞা দেয়। দ্বিতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। তারা মোট ৫১৮টি নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া ইউরোপীয় দেশ ফ্রান্সও ৫১২টি নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মোট ২৪৩টি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর।

রাশিয়া এমন নিষেধাজ্ঞায় পড়ার কারণে দেশটিতে বেড়েছে মুদ্রাস্থীতি। ব্যাহত হচ্ছে অনলাইন লেনদেন, বেড়ে গেছে কালোবাজারের ঝুঁকি। তাছাড়া শীর্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ফলে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ব্যাংকিং খাত নিয়েও আছে উৎকণ্ঠা।

প্রসঙ্গত, বর্তমানে রাশিয়ার পর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা ইরানের ওপর। দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬টি। গত এক দশকে এই নিষেধাজ্ঞাগুলি দেয়া হয়েছে। যার বেশিরভাগই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে দেয়া। তৃতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞা সিরিয়ার ওপর। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির ওপর ২ হাজার ৬০৮টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। কিম জং উনের উত্তর কোরিয়ার ওপর রয়েছে ২ হাজার ৭৭টি নিষেধাজ্ঞা। সূত্র: ব্লুমবার্গ।

জেডআই/

Exit mobile version