Site icon Jamuna Television

দুই শতাংশের বেশি কমবে না শেয়ারের দাম, আসছে কোটি টাকার তহবিল

পুঁজিবাজারের পতন ঠেকাতে শেয়ার কেনার ক্ষেত্রে ‘সার্কিট ব্রেকার’ বসিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  বিএসইসি। এখন থেকে কোনো শেয়ারের দাম কমতে পারবে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত। বাজারে মূলধন বাড়াতে ১০০ কোটি টাকার তহবিল নিয়ে আসবে ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ আইসিবি। নিয়ন্ত্রক এই সংস্থা বলছে, বাজার নিয়ে গুজব ছড়ায়, এমন ৩৫ জনকে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

ক’দিন ধরেই ধারাবাহিক পতনের মুখে দেশের পুঁজিবাজার। গেল আট কর্মদিবসে সূচক পড়েছে ৩৮২ পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের এক ঘণ্টা যেতে না যেতেই সূচক পড়ে যায় আরও ১৩৭ পয়েন্ট। বলা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালাই নেপথ্য কারণ। এমন অবস্থায়, পতন ঠেকাতে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা তুলে ধরে শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা ২ শতাংশের নির্দেশনাটি পূর্বের দিনের ক্লোজিং প্রাইসের সঙ্গে কার্যকর হবে। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যায় এ সিদ্ধান্ত আগের ন্যায় দীর্ঘমেয়াদি হবে না। পরিস্থিতির উন্নতি হলে ২ শতাংশ সীমা তুলে নেওয়া হবে।

ধস ঠেকাতে স্থিতিশীল তহবিল থেকে আইসিবি’র মাধ্যমে ১০০ কোটি টাকা বিনিয়োগ আনার সিদ্ধান্ত দিয়েছে বিএসইসি। সংস্থাটির কমিশনার জানান, পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আইসিবির মাধ্যমে মঙ্গলবার থেকেই এ বিনিয়োগ শুরু হয়েছে।

পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধাবস্থা ও বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজ পরিত্যক্ত ঘোষণাকে অনেকে বড়ভাবে প্রচার করা হয়েছে। এটা নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছে। এ জাতীয় ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে গুজবের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, তার সত্যতা ও প্রভাব কতটুকু- সেটা বিনিয়োগকারীদের যাচাই করা উচিত।

Exit mobile version