ছবি: সংগৃহীত
সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিশকো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে গুলি বর্ষণ চলছেই। কিয়েভের মেয়র এবং হল অব ফেমে জায়গা করে নেয়া বক্সার ভিতালি ক্লিশকোর ভাই হলেন ভ্লাদিমির, যিনি নিজেও ২০১৭ সালে পেশাদার বক্সিংকে বিদায় জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ভ্লাদিমির ক্লিশকো বলেন, কিয়েভে বসবাসকারীরা জানে, এখানে ঘুমোতে গেলেও শুনতে হয় বিস্ফোরণের শব্দ। সেই সাথে রকেট উড্ডয়ন এবং অবতরণের শব্দও একদম পরিচিত হয়ে গেছে সবার। তবে কিয়েভবাসীর মনে জেঁকে বসেছে অস্থিরতা, কারণ রকেটের অবিরত গুলিবর্ষণে সতর্ক তঘাকতে হয় সব সময়। ইউক্রেনীয়রা এখন মারাত্মক মানসিক চাপের মধ্যে রয়েছে। তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ঐক্যবদ্ধ আছে জাতি।
সেই সাথে ইউক্রেনের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ মিসাইলের আক্রমণ নিয়েও উদ্বিগ্নতা জানিয়েছেন ভ্লাদিমির ক্লিশকো। তিনি বলেন, ইউক্রেনের মতো পুরো বিশ্বই এখন ভয়াবহ হুমকির সম্মুখীন। রুশ মিসাইলের কথা ভুলে গেছে চলবে না। আমাদের যেসব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে, সেগুলো আক্রান্ত হতে পারে রুশ মিসাইল দ্বারা। দু’দিন আগেই একটিতে আগুন লেগেছিল। এখনও সেখানে কোনো ফাটল দৃশ্যমান হয়নি। তবে আরও বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি আছে আমাদের। তাই অতি দ্রুত এই যুদ্ধ থামাতে হবে।
আরও পড়ুন: ইরান, উত্তর কোরিয়ার চেয়েও বেশি নিষেধাজ্ঞা এখন রাশিয়ার ওপর
এম ই/
Leave a reply