Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

ঘাতক স্বামী আব্দুল আলীম

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরার কলারোয়ায় নাজমা খাতুন (৩৫) নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুল আলীমকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। ঠিক কী নিয়ে তারা ঝগড়া করছিল সেটি আমি জানি না। সকালে বাড়িতে রান্না হয়নি পরে আমি রুটি কিনে নিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদি আব্বুকে বলেছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মতো ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আম্মু ঘরেই শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু। দাদির কথা শুনে আম্মুকে মেরেছে আব্বু। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম একটি যাত্রীবাহী বাসে করে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version