ঝিনাইদহ সীমান্তে ইছামতি নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

|

ফাইল ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের জিনজিরা পাড়া ইছামতি নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর।

ইছামতি নদীর ওপাশে ভারতের অংশে রয়েছে ঝোড়পাড়া। নিহত ওই নারী বাংলাদেশ কিংবা ভারতের কোনো একটি দেশের হতে পারেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply