Site icon Jamuna Television

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন হলো ই-পাসপোর্ট কার্যক্রম

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন করা হলো ই-পাসপোর্ট কার্যক্রম

কাঠমান্ডু:

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত প্রকল্পের উপ-পরিচালক লে কর্নেল মোহাম্মদ জামাল হোসেন সহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী দিনে দুইজন পাসপোর্ট প্রত্যাশীকে এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান তার বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দফতর ও বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানান।

তিনি বলেন, সরকার বিদেশের সকল মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়িত হলে মানব পাচারসহ এ সংক্রান্ত অপরাধ বন্ধ করা সম্ভব হবে।

লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন তার বক্তব্যে বলেন, এই পাসপোর্টটি বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তব্যে বলেন যে, ই-পাসপোর্ট সেবা প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশীদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন সংক্রান্ত কাজ সহজ ও নিরাপদ হবে। তিনি কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত মিশনসমূহে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হবার সাথে সাথেই এ কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস ১৩তম বহি-বাংলাদেশ মিশন হিসাবে অন্তর্ভুক্ত হল। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০ টি দেশে অবস্থিত ৮০ টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।


/এসএইচ

Exit mobile version