Site icon Jamuna Television

ভাগ্য ফেরাতে সার্বিয়ায় গিয়ে প্রতারিত, দেশে ফেরা হলো না বাদলের

নিহত বাংলাদেশি নাগরিক বাদল।

মানব পাচারকারীদের প্রতারণায় সার্বিয়ার রাস্তায় প্রাণ গেলো বাদল খন্দকার নামের এক বাংলাদেশি যুবকের। নিহত বাদল মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার মধুরচর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে সার্বিয়ার রাস্তায় মারা যান এই যুবক। সাড়ে ছয় লাখ টাকার বিনিময়ে বাদলকে ‘মেসার্স নূরজাহান রিক্রুটিং এজেন্সি’ নামের এক রিক্রুটিং এজেন্সি জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে গত বছরের ১৭ নভেম্বর সার্বিয়া পাঠায়। চুক্তি ছিল, সার্বিয়াতে গিয়ে একটি কোম্পানিতে কাজ পাবেন বাদল। কিন্তু সেখানে গিয়ে ওই কোম্পানির কোনো অস্তিত্ব খুঁজে পায়নি বাদল।

পরে দালাল ও এজেন্সির সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে বলা হয়, কোম্পানিটি কয়েকদিন আগেই বন্ধ হয়ে গেছে। এখন আমাদের কিছুই করার নেই। এরপর হতাশ হয়ে কোনো উপায়ন্তর না পেয়ে সার্বিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা দেন বাদল। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্যকিছু। ইতালির পথেই মৃত্যু হয় বাদলের। মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।

এসজেড/

Exit mobile version