Site icon Jamuna Television

সিসিটিভি ফুটেজে নতুন রহস্য, মৃত্যুর আগে ওয়ার্নের ঘরে আসেন চার নারী!

ছবি: সংগৃহীত

ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে একের পর এক নানা তত্ত্ব শোনা যাচ্ছে। এবার এ সংক্রান্ত একটি নতুন তথ্য সামনে এলো। শেন ওয়ার্নের মৃত্যুর আগে চারজন নারী তার বাসায় আসা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। খবর সংবাদ প্রতিদিনের।

প্রথম থেকেই শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। যদিও ওয়ার্নের মৃত্যু স্বাভাবিক এবং কোনো ধরনের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছে থাইল্যান্ডের পুলিশ।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেন ওয়ার্নের মৃত্যুর আগে ৪ জন থাই নারী তার কো সামুইয়ের সামুজান ভিলায় এসেছিলেন। ভিলার সিসিটিভি ফুটেজে দেখা গেলো এমন কিছু। তারা কারা? কেন এসেছিলেন?

ডেইলি মেইল বলছে, এই চার থাই নারী পার্লার থেকে এসেছিলেন। শরীর ম্যাসাজ করার জন্যই ওয়ার্ন-ই নাকি তাদের বুক করেছিলেন। একজন নারীকে ওয়ার্নের কাছে পা ম্যাসাজ করতে গেলে যখন ঘরের দরজায় ধাক্কা দেয়, তখন কেউ দরজা খোলেনি এবং এরপরই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।

ডেইলি মেইল আরও জানায়, ওই দিন দুপুর ১টা ৫৩ মিনিটে তারা ওয়ার্নের ঘরে গিয়েছিলেন। দুই নারী তার ঘরে প্রবেশ করেন। ২.৫৮ মিনিটে তারা ওয়ার্নের ঘর ছেড়ে যান। ধারণা করা হচ্ছে, ওয়ার্নকে সর্বশেষ জীবিত দেখেছিলেন ওই দুই নারী। ৫টা ১৫ মিনিটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ম্যাসাজ করা নারীরা চলে যাওয়ার পর তার বন্ধুরা ঘরটি খুললে শেন ওয়ার্নকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তখন তাকে সিপিআর দেয়ার চেষ্টা করেছিল এবং একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল; কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওয়ার্ন।

প্রসঙ্গত, অ্যাশেজ সিরিজের কাজ শেষে মনকে ফুরফুরে করতে থাইল্যান্ডে আরও তিনজন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন শেন ওয়ার্ন। শুক্রবারও নিজের সব স্বাভাবিক কাজকর্ম করছিলেন তিনি। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। তিনি হার্ট অ্যাটাক করেছেন বুঝতে পেরে তার তিন বন্ধু শেন ওয়ার্নকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি তখন অজ্ঞান হয়ে যান। এরপর দ্রুত ওয়ার্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানান হোটেল রুমেই মারা গেছেন অস্ট্রেলিয়ার এ কিংবদন্তি লেগ স্পিনার।
আরও পড়ুন: শেন ওয়ার্নের মৃত্যুর আসল কারণ জানা গেল ময়নাতদন্ত রিপোর্টে
ইউএইচ/

Exit mobile version