Site icon Jamuna Television

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হালিমা খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার সময় বাবরাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাবরা গ্রামের আয়ুব আলির স্ত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মতলেবুর রহমান জানান, সকালে ওই নারী পানি আনতে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

ইউএইচ/

Exit mobile version