Site icon Jamuna Television

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য খাদ্যপণ্যের দাম বাড়ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়ছে; বাংলাদেশেও এর প্রভাব পড়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন গমের বেশ বড় যোগানদাতা। যুদ্ধের প্রতিকূল প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে বাজারে। সারের দামও অনেক বেড়ে গেছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।

কৃষিমন্ত্রী জানান, দেশে খাদ্য মজুত রয়েছে এবং যে উৎপাদন রয়েছে তাতে খাদ্যের কোনো সংকট হবে না। মার্চ- এপ্রিলের দিকে চাল’সহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। কৃষিমন্ত্রী আরও বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ কৃষি সংস্থার মহাপরিচালক জানান, যেকোনো সমস্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ।

আরও পড়ুন: আরব আমিরাতের সাথে বাংলাদেশের ৪টি সমঝোতা স্মারক সই

এম ই/

Exit mobile version